স্মৃতির পর্দা সরিয়ে কলকাতায় নতুন দোতলা বাস, সপ্তমী থেকেই চড়া যাবে।

Spread the love

স্মৃতির পর্দা সরিয়ে দোতলা বাস ফিরে পেল কলকাতা! তবে, আপাতত সাধারণ যাত্রী নয়, পর্যটকদের নিয়ে রাজপথে ছুটবে ডবল ডেকার বাস।
পশ্চিমবঙ্গ তথা কলকাতায় পর্যটনে প্রসার ঘটানোর লক্ষ্যে মঙ্গলবার নবান্ন থেকে দুটি নীল–সাদা রঙের ডবল ডেকার বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কলকাতাকে নতুন করে চেনাতে শহরে প্রমোদভ্রমণের জন্য নামল ছাদ–খোলা এই দোতলা বাস।
১৯২৬ সালে কলকাতায় প্রথম দোতলা বাস চালু হয়েছিল। নয়ের দশক থেকে ধীরে ধীরে কমতে থাকে বাসের সংখ্যা। ২০০৫-এ কলকাতার রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছিল দোতলা বাস। ১৫ বছর পর পুজোর মাসে সেই নস্টালজিয়াই সশরীরে ফিরল সিটি অফ জয়ে।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ৯০ লক্ষ টাকা খরচ করে জামশেদপুরের সংস্থা ‘বেবকো’ এই বাস দুটি তৈরি করিয়েছে। ধাপে ধাপে এরকম আরও ১০টি দোতলা বাস নিতে আগ্রহ প্রকাশ করেছে পরিবহণ দফতর। ছাদ–খোলা এই দুটি বাসই বিএস–৪ গোত্রের। অত্যাধুনিক এই বাসে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, চওড়া সিঁড়ি, মেট্রোর মতো গন্তব্য–চিহ্নিত বোর্ড, প্যানিক বটন, সিসি টিভি ইত্যাদি।
সপ্তমী থেকে এই বাসে চেপে ‘নস্টালজিক’ হতে পারবেন সাধারণ মানুষ। ৫১ সিটের এই বাসের ওপরতলায় থাকবে ১৬টি সিট। ছাদ–খোলা এই বাসে বসে কলকাতার সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন পর্যটক ও সাধারণ মানুষ। বাসে করে পুজো পরিক্রমারও পরিকল্পনা চলছে। বাংলার মাটির স্বাদ চেনাতে বাসে হাজির থাকবেন লোক শিল্পীরা। অত্যাধুনিক এই বাসে যাত্রী সুরক্ষার উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে।
পুজোর পর বাসটি ভিক্টোরিয়া, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানা, নবান্ন ও কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থান দেখাবে। চাহিদা বুঝে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেবে পর্যটন দফতর। টিকিট বুক করা যাবে বুধবার থেকে। অনলাইনে পাওয়া যাবে টিকিট।

Leave a Comment